ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আনোয়ারা বৈরাগ গ্রামে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত  


Ekushey Sangbad
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 
১০:৩৯ এএম, ৩ মার্চ, ২০২১
আনোয়ারা বৈরাগ গ্রামে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত  

চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ১নং ইউনিয়নে বৈরাগ পশ্চিম পাড়া সিইউএফএল রোড  সংলগ্ন ময়দানে হযরত ইমাম আযম আবু হানিফা (রহঃ) স্মৃতি সংসদের উদ্দোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ০২রা মার্চ (মঙ্গলবার) বাদে আছর হতে আজিমুশশান সুন্নী সম্মেলন ২০২১অনু্ষ্ঠিত হয়। 

চট্টগ্রাম রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুুুুরুজ্জামান আলকাদেরীর সভাপতিত্বে হাফেজ মুহাম্মদ লোকমান, হাফেজ মুহাম্মদ আব্দুল হান্নান, হাফেজ জালাল উদ্দিনের সঞ্চালনায় পূর্ব বৈরাগ রহমানিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ লোকমান হাকিম হেলালী বাদে আছর সুন্নী সম্মেলন উদ্বোধন করেন।

হাজারো সুন্নি জনতা সুন্নি সম্মেলনের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ফয়জিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী। 

প্রধান বক্তা ছিলেন বি-বাড়িয়া নাইবর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন জালালী আল-কাদেরী। 

বিশেষ আকর্ষণ চট্টগ্রাম বায়তুন নুর শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ ওমর ফারুক নঈমী। 

বিশেষ আলোচকবৃন্দ হিসেবে আলোচনা করেন, মাওলানা কাজী মুহাম্মদ জাকের হোছাইন আনছারী, মাওলানা মুহাম্মদ নুরুল আলম রব্বানী, মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ছিদ্দিকী, হাফেজ মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী আকবর রেজভী, স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ওসমান প্রমুখ। 

একুশে সংবাদ/ সা.উ / এস