ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আমতলীর ৬ ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা


Ekushey Sangbad
আমতলী (বরগুনা) প্রতিনিধি
০৭:২৩ পিএম, ১৪ মার্চ, ২০২১
আমতলীর ৬ ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা

শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন কর্তৃক প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডাকডোল। 

আগামী মাসের ১১ এপ্রিল বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৮ জনের মধ্য থেকে ৬ জন পেয়েছেন নৌকার টিকিট। 

এদের মধ্য থেকে ৪টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা পুনঃরায় নৌকার টিকেট পেলেও বাদ পড়েছেন ১নং গুলিশাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম। 

অপরদিকে ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা একেএম নূরুল হক তালুকদার মৃত্যুবরণ করায় ওই ইউনিয়নে তার স্ত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে।

গতকাল (শনিবার) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থাণীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলার ৬টি ইউনিয়নে দল মনোনিত প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। 

চুড়ান্ত তালিকায় ১নং গুলিশাখালী ইউনিয়নে নৌকার টিকিট পেয়েছেন পৌর যুবলীগের সহ-সভাপতি  আমতলী সাংবাদিক ক্লাবের সহসভাপতি ও তরুন আইনজীবি অ্যাডঃ এইচএম মোঃ মনিরুল ইসলাম মনি। 

২নং কুকুয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য, মরহুম সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমেদ তালুকদারের ছোট ভাই ও বর্তমান চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার। 

৩নং আঠারগাছিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার। 

৪নং হলদিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম মৃধা। 

৫নং চাওড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল।

৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে উপজেলা মহিলা লীগের সদস্য ও মরহুম চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদারের স্ত্রী সোহেলী পারভীন মালা।

একুশে সংবাদ/ সা.খ / এস