পাইকগাছায় ১১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ান পরিষদ সাধারণ নির্বাচন কে সামনে রেখে ১০ টি ইউনিয়নে দলীয় প্রতীক(নৌকা) প্রতিক প্রাপ্তির জন্য ৯৯ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন।
কিন্তু কেন্দ্র ১০ জনের হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছেন।
এরা হলেন হরিঢালী ইউনিয়ন বেনজির আহম্মেদ বাচ্চু, কপিলমুনি ইউনিয়নে কওসার আলী জোয়াদ্দার, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, সোলাদানা ইউনিয়নে মোঃ আব্দুল মান্নান গাজী, লস্কর ইউনিয়ন কে এম আরিফুজ্জামান তুহিন। গদাইপুর ইউনিয়ন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া। রাড়ুলী ইউনিয়ন, আবুল কালাম আজাদ, চাঁদখালী ইউনিয়ন মুনছুর আলী গাজী।
একুশে সংবাদ / বা.আ/ এস
 
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
আপনার মতামত লিখুন :