পাইকগাছায় চিংড়ী ঘেরে বাঁধ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ার চক গ্রামের বীরেন্দ্র নাথ মন্ডলের বড় ছেলে সাথে তার আপন দু ছোট ভাই বিকাশ ও প্রকাশের সাথে জমি সক্রান্ত বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে বিকাশ ও প্রকাশ কয়েক জন লোক নিয়ে বাঁধ দিতে গেলে উভয় পক্ষের মধ্যো মারপিটে ঘটনা ঘটে। তাতে শংকর মন্ডলের ছেলে প্রশেন, গোপালের ছেলে দীনবন্ধু মন্ডল, সুনিলের স্ত্রী আশালতা ও বীরেনের বড় ছেলে শংকর আহত হয়।
শংকর মন্ডল জানান আমাদের ভোগ দখলীয় জমিতে আমার ছোট ভাই ও মেঝ ভাই সম্মিলিতভাবে জমি থেকে উচ্ছেদের জন্য পায়তারা করছে। বর্তমান রেকর্ড আমাদের নামে। তারা জোর করে জমি দখল নিতে চায়। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ বা.আ / এস
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
আপনার মতামত লিখুন :