নেত্রকোনার মদন উপজেলার মগরানদীর চর থেকে বালু মাটি উত্তোলন করায় আবু সাদেক আকন্দকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সন্ধায় ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
দন্ডাদেশ প্রাপ্ত আবু সাদেক আকন্দ উপজেলার কুলিয়াটি (পশ্চিম পাড়া) গ্রামের মৃত শামছুদ্দিন আকন্দ'র ছেলে।
জানা যায়, উপজেলার পৌর সদরের মদন বাজার কলাবাগানের বাসায় মগড়া নদী চর থেকে বালুমাটি উত্তোলন করেছিলেন আবু সাদেক আকন্দ তিনি প্রশাসনে অনুমতি না নিয়েই অবৈধভাবে নদীর চর থেকে বালু উত্তোলন করে আসছিল।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, মগরা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়েছে ।
একুশে সংবাদ/ সা.খ / এস
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
আপনার মতামত লিখুন :