বিভাগীয় শহর বরিশালে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই করোনার সংক্রমণ এড়াতে ‘মাস্ক পরিধান করুণ, সেবা নিন’ স্লোগানে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন বরিশাল জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের যাত্রা শুরু করেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।
পরে নগরীর বিভিন্নস্থানে ২ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন তিনি। পাশাপাশি করোনা সংক্রমণরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানায়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ ম.না / এস
 
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
আপনার মতামত লিখুন :