কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেছেন, সাংবাদিকরা হলো জাতির আয়না।সমাজের অনিয়ম, অসঙ্গতি, নির্যাতন গুলো সংবাদপত্রের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। সেদিকে খেয়াল রেখে সাংবাদিকদের কাজ করতে হবে।
নূর মোহাম্মমদ বলেন, ‘বর্তমান সরকার নানামুখী উন্নয়ন করছে। গ্রামীন অঞ্চলে যেসব উন্নয়ন হচ্ছে সেসব উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র সংবাদপত্রে তুলে ধরার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধনের পর প্রধান অতিথি বক্তৃতায় সাংসদ নূর মোহাম্মদ এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে করে নূর মোহাম্মদ বলেন, ‘সমাজের অপরাধীদের চিহ্নিত করে সেগুলো পত্র-পত্রিকায় তুলে আনুন। পুলিশ অপরাধ করলে সেটাইও পত্রিকায় প্রকাশ করুন। যারা অন্যায়, অনিয়ম করবে তাদের কাউকে ছাড় দেয়া যাবেনা বলে হুশিয়ারি দেন তিনি।
 
তিনি আরো বলেন, ‘ আপনারা সাংবাদিক। সকলে একতাবদ্ধ হয়ে এক সাথে কাজ করুন। তবেই সমাজের মানুষের উপকারে আসবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু, উপজেলা আওয়ামীলীগর যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, জালালপুর ইউপি সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন, লোহাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন সারোয়ার হোসেন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, পৌর যুবলীগের সভাপতি জাহিন শাহরিয়ার ইমরান প্রমুুুখ।
একুশে সংবাদ / মোফ.হ / এস
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
আপনার মতামত লিখুন :