লালমনিরহাট জেলার আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার রইসবাগ রেল গেটের পাশে অজ্ঞাত পরিচয়ের মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধ ঘোরাঘুরি করছিলেন। দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
একুশে সংবাদ / র.সি / এস
 
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
আপনার মতামত লিখুন :