a
ফাইল ছবি
ঈদুল আজাহা উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি মোবাইল সিম ব্যবহারকারী। বুধবার রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী বলেন, ‘আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কদিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম। মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। এক জনের ১৫টা পর্যন্ত সিম থাকতে পারে। আবার একটি সিমের সাথেও বহুজন ঢাকা ছেড়ে থাকতে পারেন।’
মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যানুযায়ী, গ্রামীণফোনের ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪টি, রবির ১৯ লাখ ২৬ হাজার ২৮টি, বাংলালিংকের ২১ লাখ ৩৩ হাজার ৭২৬টি এবং টেলিটকের ৩ লাখ ৫৩ হাজার ২৭৪টি সিম ঢাকার বাইরে গেছে।’
ছবি সংগৃহীত
ইসলামপুর প্রতিনিধি: জামালপুর জেলার অন্যতম উপজেলা ইসলামপুরের কৃতি সন্তান, সাবেক কেবিনেট সচিব, বিএনপি’র খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এর ইসলামপুর উপজেলায় ৩ দিনব্যাপী এক কর্মযজ্ঞ ভ্রমণসূচী ঘোষণা করা হয়েছে।
জনাব আব্দুল হালিম আগামী ৪ জুলাই, শুক্রবার সকাল ৬টায় ঢাকা থেকে ইসলামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি ইসলামপুরে ধর্মকুড়া মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। বিকাল ৪ ঘটিকায় হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
তিনি এদিন বিকাল ৫.৩০ ঘটিকায় বোয়ালমারী, পাগলাপাড়া গ্রামে জনসংযোগ করবেন এবং সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় মোশারফগঞ্জ বাজারে পথসভায় যোগ দেবেন।
আগামী ৫ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় মলমগঞ্জ বাজার, মুজাআটা, শশারি বাড়ি, খানাপাড়ায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করবেন। বিকাল ৫ ঘটিকায় বানিয়াবাড়ি, বড়দেলিতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করবেন। সন্ধ্যা ৬ টায় ছোটদেলি হয়ে বামনা বাজারে পথসভা করবেন।
আগামী ৬ জুলাই রবিবার সকাল ৯ ঘটিকায় রেলগেট হইতে নটারকান্দা শেষ পর্যন্ত লিফলেট বিতরণ করে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
হবিগঞ্জ জেলা সদরের সুতাং নদীতে প্রাণ আর এফ এল কোম্পানীর ফেলানো বর্জ্যে এতই দূর্গন্ধ ছড়াচ্ছে যে, ঐ এলাকার জনজীবন হুমকির সম্মুখীন। লোক মুখে শোনা যায় যে, সুতাং নদীর বিষাক্ত পানিতে মাছ পর্যন্ত টিকছেনা।
মুক্তসংবাদ প্রতিদিনের হবিগঞ্জ জেলার প্রতিনিধি শেখ আব্দুল কাদির কাজল সরোজমিনে সুতাং নদীর তীরে সাধুর বাজারে গেলে, সেখানকার বাতাসে নদীর দূর্গন্ধযুক্ত হাওয়া নাকে লাগলে- তাৎক্ষণিক হাঁচি উঠে এবং সেখানে টিকে থাকা বড়ই কষ্টকর বলে জানান।
কেমিক্যাল এর পঁচা দূর্গন্ধযুক্ত বাতাস জনজীবনে মহাবিপর্যয় ঘটবে বলেই আশংকা করছেন স্থানীয় লোকজন। তাই এ বিষাক্তযুক্ত পানি নিষ্কাশনে বিকল্প ব্যবস্থা না করলে এখানকার আশে পাশে লোকজন বসবাস করা অসম্ভব হয়ে পড়বে।
তাই পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার নিকট জোর দাবী, অতি সত্বর এখানকার বিষাক্ত পানিকে নিষ্কাষনের ব্যবস্থা করা এবং ভবিষ্যতে কোন কোম্পানির কেমিক্যালের দুর্গন্ধযুক্ত পানি সুতাং নদীর সাথে সংযোগ স্থাপন না করা হয়।