a মুগদা জেনারেল হাসপাতালে আইসিইউতে আগুন
ঢাকা সোমবার, ২৯ পৌষ ১৪৩২, ১২ জানুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মুগদা জেনারেল হাসপাতালে আইসিইউতে আগুন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ০১:৪৩
মুগদা জেনারেল হাসপাতালে আইসিইউতে আগুন

ফাইল ছবি

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর এনায়েত হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় আমরা খবর পাই। আগুন নেভানোর জন্য প্রথমে ৩টি পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন।

বিস্তারিত....

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ডা. এবিএম আবদুল্লাহ ‘কোভিড হিরো’ পুরস্কার পেলেন


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৩
ডা. এবিএম আবদুল্লাহ ‘কোভিড হিরো’ পুরস্কার পেলেন

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে 'কোভিড হিরো' পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।  বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই অধ্যাপককে রোটারি ইন্টারন্যাশনাল এই পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের পক্ষে প্রায় ২ হাজারের বেশি রোটারিয়ানের উপস্থিতিতে ডা. আবদুল্লাহর হাতে এই পুরস্কার হস্তান্তর করেন রোটারি ইন্টারন্যাশনাল রিজওনাল পাবলিক ইমেজ কো-অর্ডিনেটর এস এম শওকত হোসাইন।

করোনাভাইরাস শুরুর প্রাক্কালে এ ভাইরাস নিয়ে বিভিন্ন গঠনমূলক ও সতর্কতামূলক কার্যক্রম হাতে নেন ডা. এ বি এম আবদুল্লাহ। করোনা থেকে সুরক্ষা পেতে জনসচেতনতা বাড়াতে ব্যাপক ভূমিকা পালন করেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় করোনার লক্ষণ, উপসর্গ ও প্রতিরোধ বিষয়ক নানা দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই চিকিৎসক।  বিভিন্ন সরকারি সভা, সেমিনার ছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও আয়োজন করেন কোভিড বিষয়ক নানা সেমিনার।  এছাড়া করোনা প্রতিরোধে গঠিত বিভিন্ন টাস্কফোর্সে প্রত্যক্ষভাবে কাজ করেন ডা. আবদুল্লাহ। 
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

লাল সবুজের বাংলাদেশে- ফকির আজাদ


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ০৬ মে, ২০২১, ১১:৫৪
লাল সবুজের বাংলাদেশে

সংগৃহীত ছবি

"লাল সবুজের বাংলাদেশে"

আকাশ তলে       সাগর জলে 
    পানকৌড়িরা গল্প করে, 
টিনের চালে         গাছের ডালে
     ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে।
নূপুর পায়ে             ডিঙ্গি নায়ে
    বউ চলছে বাপের বাড়ি, 
বরের সাথে            কালকে রাতে
   সে দিয়েছে ভীষণ আড়ি।
সবুজ বনে             রাঙ্গা কনে
         কদম ফুলের মেয়ে,
কে গো তুমি            গগন চুমি
      আসছো এমন ধেয়ে।
মেঘের রাজা          বাদ্যি বাজা
         কদম ফুলের বিয়ে,
দোয়েল পাখি         মেলরে আঁখি
        নাচবে এবার টিয়ে।
রাখাল ছেলে          কাউকে পেলে
          গল্প করে মিষ্টি হেসে,
পথের ধারে              হৃদয় কাড়ে
       লাল সবুজের বাংলাদেশে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

সর্বশেষ - স্বাস্থ্য