a আজ ঋতুরাজ বসন্ত!
ঢাকা বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২, ১৯ নভেম্বর, ২০২৫
https://www.msprotidin.com website logo

আজ ঋতুরাজ বসন্ত!


খোরশদ আলম, সম্পাদক, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১৪ ফেরুয়ারী, ২০২৪, ০৯:৩৪
আজ ঋতুরাজ বসন্ত!

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

আজ ঋতুরাজ বসন্ত!

 

পলাশ শিমুল কৃষ্ণচূড়ার ডালে

ফাগুনের আগুন ফুল ও ফলে

বসন্তের হাওয়া আজ লাগে মনে

মন আনচান করে উতালা প্রাণে।

 

ভ্রমরের গুঞ্জনে মুখরিত বনে

বসন্তের বাতাসে ফুলের ঘ্রাণে,

ফুল ফুটুক আর নাই বা ফুটুক

সেজেছে প্রকৃতি বসন্তের আহ্বানে।

 

প্রকৃতির রং আজ লেগেছে মনে

উতালা মন আজ বাঁধনহারা,

বারো মাসে যদিও ৬টি ঋতু

ঋতুরাজ বসন্ত যেন পাগলা ঘোড়া!

 

পহেলা ফাগুনে প্রকৃতির রঙ লেগেছে

নানান ফুলে আজ বাহারি রূপ!

ফুল ফুটুক আজ নাই বা ফুটুক

আজ ঋতুরাজ বসন্ত।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

নির্মল ভালোবাসা, ম.খ আলম


ম.খ আলম, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৪০
নির্মল ভালোবাসা, ম.খ আলম

ছবি সংগৃহীত

নির্মল ভালোবাসা
ম.খ আলম

হঠাৎ আমায় প্রশ্ন করলে
তোমাকে আমি কেমন ভালোবাসি?
ভালোবাসি তোমায় ভোরের আলোর মতো!
সু-মধুর পাখির গানের মতো!
ক্লান্ত দুপুরের শীতল ছায়ার মতো!
ভোরের ফুরফুরে নির্মল বায়ুর মতো!
জান! আমার ভালোবাসা অনন্য তুলনাহীন...
নি:শ্বাসে-প্রশ্বাসে দিবারাতি প্রতিদিন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

৪৯ রানে আউট হওয়ায় প্রতিপক্ষকে ব্যাট দিয়ে মাথায় আঘাত!


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ১১:৩৫
৪৯ রানে আউট হওয়ায় প্রতিপক্ষকে ব্যাট দিয়ে মাথায় আঘাত

ফাইল ছবি

বয়স মাত্র ২৩ বছর। নাম সঞ্জয় পালিয়া। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ব্যাট হাতে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলছিলেন। নিজের ৪৯ রানের মাথায় হঠাৎ আউট হয়ে যান। সহজ বলে ক্যাচ তুলে দেন পালিয়া। বিপক্ষ দলের ২৩ বছর বয়সী তরুণ শচীন পরাসর সহজেই ক্যাচটি তালুবন্দি করেন।

এরপরই আউট হয়ে যাওয়ায় রাগে শচীনের দিকে তেড়ে যান পালিয়া। শচীনকে ব্যাট দিয়ে মারতে শুরু করেন তিনি। মাথাতেও সজোরে আঘাত করেন তিনি। 

মাঠেই লুটিয়ে পড়েন শচীন। এরপর সতীর্থরা এসে তাকে উদ্ধার করলে মাঠ থেকে পালিয়ে যান ঘাতক ব্যাটসম্যান সঞ্জয় পালিয়া। হাসপাতালে ভর্তি করা হয় আহত ক্রিকেটার শচীন পরাসরকে। পলাতক পালিয়ার খোঁজে রীতিমত তল্লাসি চালাচ্ছে স্থানীয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে অজ্ঞান হয়ে আছেন শচীন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর সর্বশেষ

সর্বশেষ - শিল্প ও সাহিত্য