a আঙ্গ বাড়ি মেলান্দহে
ঢাকা রবিবার, ২১ পৌষ ১৪৩২, ০৪ জানুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আঙ্গ বাড়ি মেলান্দহে


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১০ মে, ২০২১, ০৮:০৩
আঙ্গ বাড়ি মেলান্দহে

সংগৃহীত ছবি

আঙ্গ বাড়ি মেলান্দহে
    ---- আশরাফুল মান্নান

আঙ্গ বাড়ি মেলান্দহে
ফুলকোচাতে ঘর
চাকরি আছিল পত্রিকাতে
এহন অবসর । 
বাপ-মাও আছিল, মইরা গেছে
ফাফুর করে মন
বাড়িত গেলে বাল্লাগে না
কমছে মানুষ জন।
চুয়ান্নতে নানার বাড়িত
জম্ম আমার অয়
দিনে দিনে লুপ পাইতাছে
আঙ্গ পরিচয়। 
ফুলকোচাতে করছি কত
আনন্দে হই চই
আমার হঙ্গে পড়ছে যারা
এহন তারা কই ? 
অয় না দেহা কারোর হঙ্গে
চিন্ত্যা করি তাই;
আছে কেডা, মরছে কেডা
খবরডা না পাই। 
আগের কতা বইয়্যা বইয়্যা
চিন্ত্যা  করি খুব
ঘাইম্যা গেলে ডাঙ্গার বিলে
দেইন্যা এহন ডুব । 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নাইবা বাধিলে প্রাণডোরে- অনুপ সাহা


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১১:৫৮
Collected

ছবি সংগৃহীত

আমায় নাইবা রাখিলে তব বক্ষে ধরে,
নাইবা বাধিলে প্রাণডোরে,
নাইবা করলে পথ চলার অঙ্গীকার।
 নাইবা সঁপিলে তব হিয়া খানি,
 তবু তো আমি ভালবাসিতে চাই,
তোমারে বহুকাল ধরে।
 যদি কাছটিতে ডেকে নিতে,
 শুনতে পেতে কত বেলায় ডেকেছে
মোর প্রাণ তব নাম ধরে।
 হে প্রিয়,তুমি যদি সুখী হও আমায় ছাড়িয়া,
তবে আমি শতবার তোমার বিরহ সইতে রাজি।
        __রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কুচবিহার জেলার দিনহাটায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত


অমৃতরায়, বিশেষ প্রতিনিধি, ভারত, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪, ০১:২১
কুচবিহার জেলার দিনহাটায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

              সংবাদ সম্মেলন

 

সংবাদ বিজ্ঞপ্তি কুচবিহার জেলার দিনহাটায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত দিনহাটা বনেজ রিক্রেয়শন ক্লাবের উদ্যোগে ও সার্ক কালচারাল সোসাইটির সহযোগিতায় সম্প্রতি ২ দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কুচবিহার জেলার বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. নিখিল চন্দ্র রায়, সার্ক কালচারাল সোসাইটির ভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের সাবেক যুগ্নসচিব ড. অমল কান্ত রায়, নেপালের সভাপতি রাজেন্দ্রগুড়াগাই, ভুটানের সভাপতি পুরকা বিশ্ব ও শ্রীলংকার প্রতিনিধি ড. চন্দ্রানী কস্তুরী আচার্য।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট লেখক সাদাত হোসাইন। বক্তব্য রাখেন প্রকাশক মাজহারুল ইসলাম, কবি আজিজুল হক, ..সম্পাদক আমিনুর রহমান, শান্তি নিকেতনের অধ্যাপক সুভাষ মুখার্জি। অনুষ্ঠানে শতাধিক কবি-সাহিত্যিক কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, দেশভাগ হলেও সংস্কৃতিতে ভাগ করা যায় না। সার্কভুক্ত দেশের জনগনের সঙ্গে জনগনের বন্ধুত্ব স্থাপন করাই হলো এ সম্মেলনের মূল উদ্দেশ্য। সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের নেতা বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. মমতাজুল করিম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধি সরকার যেভাবে সাহায্য করেছেন তা বাংলার জনগন আজীবন স্মরণ করবে। সম্মেলনে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর এডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম স্বপন, মোঃ আবদুল কুদ্দুস ও মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

 

FROM SAARC CULTURAL SOCIETY

65/4, GRAHAM ROAD

P.O & P.S.- REGENT PART

TOLLYGUNGE, KOLKATA-700040

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর সর্বশেষ

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর