a আঙ্গ বাড়ি মেলান্দহে
ঢাকা শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩২, ২২ নভেম্বর, ২০২৫
https://www.msprotidin.com website logo

আঙ্গ বাড়ি মেলান্দহে


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১০ মে, ২০২১, ০৮:০৩
আঙ্গ বাড়ি মেলান্দহে

সংগৃহীত ছবি

আঙ্গ বাড়ি মেলান্দহে
    ---- আশরাফুল মান্নান

আঙ্গ বাড়ি মেলান্দহে
ফুলকোচাতে ঘর
চাকরি আছিল পত্রিকাতে
এহন অবসর । 
বাপ-মাও আছিল, মইরা গেছে
ফাফুর করে মন
বাড়িত গেলে বাল্লাগে না
কমছে মানুষ জন।
চুয়ান্নতে নানার বাড়িত
জম্ম আমার অয়
দিনে দিনে লুপ পাইতাছে
আঙ্গ পরিচয়। 
ফুলকোচাতে করছি কত
আনন্দে হই চই
আমার হঙ্গে পড়ছে যারা
এহন তারা কই ? 
অয় না দেহা কারোর হঙ্গে
চিন্ত্যা করি তাই;
আছে কেডা, মরছে কেডা
খবরডা না পাই। 
আগের কতা বইয়্যা বইয়্যা
চিন্ত্যা  করি খুব
ঘাইম্যা গেলে ডাঙ্গার বিলে
দেইন্যা এহন ডুব । 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আটপৌরে কাব্য


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১১:৪৭
আটপৌরে কাব্য

মোসলেমা পারভীন

আমি একটু এলোমেলো

থাকতে চাই

অত সাজানো গোছানো পারিপাট্য

আমার কখনোই পছন্দ নয়।

আমার বিছানায় লেপ-কম্বল থাকুক

আলুথালু,

বালিশের পাশে একটা দুটো বই

ডায়েরী, চশমা, কলম

সব থাকুক!

যখন মন চাইবে যেন

পড়তে পারি একটা দুটো লাইন,

কিংবা যদি হঠাৎ করে কথামালা

মনের মাঝে উঁকি দেয়

তাদের ধরে রাখতে পারি

ডায়েরীর পাতায়,

এই যেমন রাখছি।

অসম্ভব পারিপাট্টে সাজানো জীবন

আমার পছন্দ নয়,

একটু না হয় একটু ধুলো জমুক

কী-বোর্ডে, ছবির ফ্রেমে

মাঝে মাঝে আমি যত্নে ওই ধুলো মুছে নেব।

কিন্তু প্রতিমুহূর্তের ধুলোহীন বাড়ি

কখনও নিজস্ব বাসা হয়ে উঠেনা আমার!

ধুলো জমুক!

চা খাবার পর কাপটা না হয়

কিছুক্ষণ পড়েই থাকুক সাইড টেবিলে,

ধোঁয়া ওঠা চায়ের স্মৃতির সাথে

ঠোঁটের স্পর্শ নিয়ে।

না হয় থাকুক খোলা আমার

কবিতার খাতা

সেই চায়ের কাপের পাশে—

আমি একটু অগোছালো,

এলোমেলো থাকতে চাই ...

মোসলেমা পারভীন/ মার্চ ২৮, ২০২১

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নিলেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১১ আগষ্ট, ২০২৪, ০২:২১
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নিলেন

ছবি: সংগৃহীত- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নিচ্ছেন


বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নিয়েছেন। রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

গতকাল  শনিবার (১০ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি।

এরপর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর সর্বশেষ