a
সংগৃহীত ছবি
আঙ্গ বাড়ি মেলান্দহে
---- আশরাফুল মান্নান
আঙ্গ বাড়ি মেলান্দহে
ফুলকোচাতে ঘর
চাকরি আছিল পত্রিকাতে
এহন অবসর ।
বাপ-মাও আছিল, মইরা গেছে
ফাফুর করে মন
বাড়িত গেলে বাল্লাগে না
কমছে মানুষ জন।
চুয়ান্নতে নানার বাড়িত
জম্ম আমার অয়
দিনে দিনে লুপ পাইতাছে
আঙ্গ পরিচয়।
ফুলকোচাতে করছি কত
আনন্দে হই চই
আমার হঙ্গে পড়ছে যারা
এহন তারা কই ?
অয় না দেহা কারোর হঙ্গে
চিন্ত্যা করি তাই;
আছে কেডা, মরছে কেডা
খবরডা না পাই।
আগের কতা বইয়্যা বইয়্যা
চিন্ত্যা করি খুব
ঘাইম্যা গেলে ডাঙ্গার বিলে
দেইন্যা এহন ডুব ।
নুরুল হক নূর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে বিনা ভোটের এই সরকার ভিন্নমতের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা দখল করে আছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনে মানুষ হত্যা করেছে, পবিত্র রমজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করছে, আলেম-ওলামা ও ইসলামকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগকে পরিত্যাগ করা।
গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব মন্তব্য করেন ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর।
ফেসবুক লাইভে নূর আরও বলেন, আওয়ামীলীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সুনামগঞ্জের শাল্লার মতো অসংখ্য সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করে যাচ্ছে।
কাজেই কোন বিবেক সম্পন্ন মানুষ এই বিনা ভোটের সরকারকে সমর্থন করতে পারে না।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি জেলা তথ্য অফিস এর আয়োজনে "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে" আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় ঝাকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রভাষক তাওহীদ আল ইমরানের সঞ্চালনায় সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও আলোকচিত্র প্রদর্শক হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়ইয়া ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গাজী জসিম উদ্দিন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, প্রভাষক নীল কমল সানা, মোস্তফা কামাল, অবিনাশ দাড়িয়া, শহিদুল ইসলাম প্রমুখ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।