a দেখা যায়নি চাঁদ, ঈদ শুক্রবার
ঢাকা রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল, ২০২৫
https://www.msprotidin.com website logo

দেখা যায়নি চাঁদ, ঈদ শুক্রবার


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১২ মে, ২০২১, ০৮:৪৪
দেখা যায়নি চাঁদ, ঈদ শুক্রবার

ফাইল ছবি

 

ঈদুল ফিতরের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। আগামীকাল বৃহস্পতিবার ঈদ হচ্ছে না।১৪ মে শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ১২ মে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার (১২ মে) সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করেন ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বেলজিয়ামের রানি ঢাকায়


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৬ ফেরুয়ারী, ২০২৩, ১০:৩৪
বেলজিয়ামের রানি ঢাকায়

ছবি: বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন

বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এলেন মাথিল্ডে। তিনি বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে এসেছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রানি মাথিল্ডে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আটপৌরে কাব্য


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১১:৪৭
আটপৌরে কাব্য

মোসলেমা পারভীন

আমি একটু এলোমেলো

থাকতে চাই

অত সাজানো গোছানো পারিপাট্য

আমার কখনোই পছন্দ নয়।

আমার বিছানায় লেপ-কম্বল থাকুক

আলুথালু,

বালিশের পাশে একটা দুটো বই

ডায়েরী, চশমা, কলম

সব থাকুক!

যখন মন চাইবে যেন

পড়তে পারি একটা দুটো লাইন,

কিংবা যদি হঠাৎ করে কথামালা

মনের মাঝে উঁকি দেয়

তাদের ধরে রাখতে পারি

ডায়েরীর পাতায়,

এই যেমন রাখছি।

অসম্ভব পারিপাট্টে সাজানো জীবন

আমার পছন্দ নয়,

একটু না হয় একটু ধুলো জমুক

কী-বোর্ডে, ছবির ফ্রেমে

মাঝে মাঝে আমি যত্নে ওই ধুলো মুছে নেব।

কিন্তু প্রতিমুহূর্তের ধুলোহীন বাড়ি

কখনও নিজস্ব বাসা হয়ে উঠেনা আমার!

ধুলো জমুক!

চা খাবার পর কাপটা না হয়

কিছুক্ষণ পড়েই থাকুক সাইড টেবিলে,

ধোঁয়া ওঠা চায়ের স্মৃতির সাথে

ঠোঁটের স্পর্শ নিয়ে।

না হয় থাকুক খোলা আমার

কবিতার খাতা

সেই চায়ের কাপের পাশে—

আমি একটু অগোছালো,

এলোমেলো থাকতে চাই ...

মোসলেমা পারভীন/ মার্চ ২৮, ২০২১

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

সর্বশেষ - জাতীয়