a
ফাইল ছবি: বেগম খালেদা জিয়া
করোনা ঝুঁকির কারণে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৪ দিন চিকিৎসা শেষে আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তিনি। বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে বের হয়ে ৬টা পাঁচ মিনিটে বাসায় পৌঁছান তিনি।
মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার হাসপাতাল কক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, করোনার সংক্রমণ বাড়ার কারণে খালেদা জিয়াকে হাসপাতালে রাখা যাচ্ছে না।
এখন তাঁর করোনা হলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চলে যাবেন। তাই পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ড তাঁকে বাসায় রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে।
শাহাবুদ্দিন বলেন, খালেদা জিয়া এখনো অসুস্থ। তবে স্থিতিশীল আছেন। লিভার সিরোসিসের কারণে তিনি আবার রক্তক্ষরণের উচ্চঝুঁকিতে আছেন। তবে কিডনি জটিলতা কাটানো সম্ভব হয়েছে। এখনো তাঁর হৃদপিণ্ডে দুইটা ব্লক রয়ে গেছে।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া তীব্র বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেডিক্যাল বোর্ডের প্রধান বলেন, আন্তর্জাতিক নির্দেশনা হলো যেই রক্তনালীর ব্লকের কারণে সমস্যা হচ্ছে ওইটা অপসারণ করে রোগীকে বাঁচানো। যাদের অন্য রক্তনারীর ব্লক অপসারণ না করলে মৃত্যুর ঝুঁকি আছে অথবা রোগীর কিডনি, লিভার বা হৃদযন্ত্রের অন্য কোনো সমস্যা নেই তাঁদের ক্ষেত্রে দ্বিতীয় কিংবা তৃতীয় ব্লক অপসারণ করা হয়।
মেডিক্যাল বোর্ড সদস্য অধ্যাপক এএফএম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার লিভার সিরোসিরের ফলোআপ করা হয়নি ৬ মাসে। তাঁর আবার রক্তক্ষরণের সম্ভাবনা আছে। প্রযুক্তিগত নানা সীমাবদ্ধতার কারণে তাঁর সুষ্ঠু চিকিৎসা এই দেশে সম্ভব নয়। সেটা বিশ্বের কিছু দেশে উন্নত সেন্টারে করতে পারলে ভালো হবে।
সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন, ডা. শেখ ফরিদ আহমেদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. আল মামুন এবং হাসপাতালের মেডিক্যাল প্রমোশন বিভাগের প্রধান বিনয় কাউল উপস্থিত ছিলেন। সূত্র: কালের কন্ঠ
ছবি সংগৃহীত: শহীদ জিয়ার বিভিন্ন স্মৃতিময় ছবি
নিউজ ডেস্ক: রাজনীতি এবং রাজনৈতিক কৌশল একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল ও নেতারা জাতির বিকাশে মুখ্য ভূমিকা পালন করে। কিছু জাতি সৌভাগ্যবান, যারা ভালো রাজনৈতিক নেতা পেয়েছে, আবার কিছু জাতি এমন নেতৃত্ব পায়নি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই অঞ্চলে কিছু মহান নেতা আবির্ভূত হয়েছেন, যারা সফলভাবে তাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। এই নেতারা জাতির নিকট বিনা বিতর্কে সম্মানিত হয়েছেন।
কিন্তু আমাদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। এ বিষয়ে এখনো মতানৈক্য রয়েছে এবং তীব্র বিতর্ক চলছে। শেখ মুজিবকে বাংলা জাতীয়তাবাদের নেতা হিসেবে দেখা হয়, অন্যদিকে জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে গণ্য করা হয়।
বিএনপির রাজনীতি:
বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এক গুরুত্বপূর্ণ শক্তি, যা কেউ অস্বীকার করতে পারে না। বিএনপির সাফল্য ও ব্যর্থতা উভয়ই তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ১৯৭৮ সালে জন্মের পর থেকেই বিএনপিকে দেশের সবচেয়ে বিশ্বস্ত জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
১৯৭৫ সালের আগস্টে শেখ মুজিবুর রহমানের পতনের পর দেশ এক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যায় এবং মাত্র কয়েক সপ্তাহের জন্য এক বেসামরিক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের অধীনে সামরিক শাসন চলে, যতক্ষণ না তিনি জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর খালেদ মোশাররফ নিজ বাহিনীর হাতে নিহত হন, যা জিয়াউর রহমানের উত্থান ঘটায়।
জিয়াউর রহমান সেনাবাহিনীতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং একজন প্রকৃত জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন, যেখানে খালেদ মোশাররফকে ভারতপন্থী হিসেবে বিবেচনা করা হতো। ইতিহাসের এই সংকটময় সময়ে, মার্চ ১৯৭১-এর মতোই, জিয়াউর রহমান আবার দেশের রাজনৈতিক আকাশে উদিত হন। তিনি শুধু সেনাবাহিনীতে শৃঙ্খলা ফেরাননি, বরং জাতিকেও তার যোগ্য নেতৃত্বের প্রতি আত্মবিশ্বাসী করে তোলেন। যখন দেশ এক চরম বিশৃঙ্খলার মধ্যে ছিল, তখন তিনি একমাত্র যোগ্য নেতা হিসেবে আবির্ভূত হন এবং জাতির ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন।
জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা এবং তিনি সময় নষ্ট না করে ১৯৭৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার এই উদ্যোগ তার রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতার প্রতিফলন ছিল। সে সময় দেশে আওয়ামী লীগ ছাড়া বড় কোনো রাজনৈতিক দল ছিল না, ফলে বিএনপির জন্ম ছিল সময়ের দাবির প্রতিফলন। আজ অনেকে বিএনপিকে "কিংস পার্টি" বলে আখ্যা দিলেও তারা সেসময়ের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি ভুলে যায়।
জিয়াউর রহমানের সামনে আর কোনো বিকল্প ছিল না—গণতন্ত্র রক্ষার স্বার্থে তাকে একটি রাজনৈতিক দল গঠন করতে হয়। অচিরেই তিনি দেশের সামরিক আইন প্রত্যাহারের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। এভাবেই একজন সেনা কর্মকর্তা গণতন্ত্রের ধারক ও বাহক হয়ে ওঠেন এবং জাতীয় গণভোটের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভবিষ্যতে যে রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারেন, তা ভালোভাবেই জানার পরও তিনি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার অনুমতি দেন। অনেকের মতে, তিনিই আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা।
১৯৭৮ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রথমবার অংশগ্রহণ করে এবং ৩০০ আসনের মধ্যে ২০৮টি আসন লাভ করে, যা তাকে দেশের প্রধান ও বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত করে। একটি সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি কীভাবে এত দ্রুত জনপ্রিয়তা পেল, এটি আজও অনেক রাজনৈতিক বিশ্লেষকের জন্য রহস্য। এর কারণ স্পষ্ট—২৬ মার্চ ১৯৭১-এ তার স্বাধীনতার ঘোষণার দিন থেকেই জিয়াউর রহমান এক জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। মুক্তিযুদ্ধে তার বীরত্ব এবং নেতৃত্ব তাকে কিংবদন্তি সৈনিক বানায়।
তাছাড়া, মুসলিম লীগ ও ভাসানী ন্যাপের নেতাকর্মীরা, যাদের সমাজে ‘রাজাকার’ বলে চিহ্নিত করা হতো, তারা বিএনপিতে যোগ দিয়ে জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী করে এবং দ্রুত grassroots পর্যায়ে দলটির ভিত্তি মজবুত করে। ফলে বিএনপি জন্মলগ্ন থেকেই বাংলাদেশে ‘আওয়ামী লীগ-বিরোধী’ শক্তি হিসেবে পরিচিতি লাভ করে, যা এখনো কেউ অস্বীকার করতে পারে না।
খালেদা জিয়ার নেতৃত্ব:
১৯৮১ সালের মে মাসে জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে বাধ্য হন। দ্রুতই তিনি প্রমাণ করেন যে, তিনি এই দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম। তিনি গণতন্ত্রপ্রেমী এক অকুতোভয় নেতা হিসেবে আবির্ভূত হন এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কখনো আপস করেননি। এর ফলে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন।
এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি একমাত্র কার্যকর জাতীয়তাবাদী শক্তি হিসেবে দাঁড়ায়, এবং বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের অগ্রদূত হয়ে ওঠেন। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয় এবং একটি শক্তিশালী সরকার গঠন করে। তার স্বামীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীদের সমর্থনে, যেমন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, মেজর জেনারেল মজিদুল হক, সাইফুর রহমান, ব্যারিস্টার জহিরউদ্দিন সিরকার, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, আবদুর রহমান বিশ্বাস ও কর্নেল অলি আহমদ—তিনি তার সরকারকে সফলভাবে পরিচালনা করেন।
নেতৃত্বের ভুল ও ভারতীয় হস্তক্ষেপ:
তবে, কিছু বড় ভুলের কারণে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে, মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের দ্বারা বিভ্রান্ত হয়ে, তিনি সেনাবাহিনীর অনেক সিনিয়র কর্মকর্তাকে অপসারণ করেন, যা সামরিক বাহিনীকে দুর্বল করে ফেলে। এছাড়া, জেনারেল নাসিমকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করাও ছিল একটি মারাত্মক ভুল।
এরশাদের শাসনামলে ভারত তার আধিপত্য বিস্তারের কাজ শুরু করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার মাধ্যমে সফল হয়। তবে, ২০০১ সালের নির্বাচনে তারা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে ব্যর্থ হয়। খালেদা জিয়া জনপ্রিয় জনসমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসেন, তবে তার সরকারের কিছু ভুল সিদ্ধান্ত, যেমন রাষ্ট্রপতি হিসেবে অধ্যাপক ইয়াজউদ্দিনের ভুল নির্বাচন এবং সেনাপ্রধান হিসেবে জেনারেল মইন উদ্দিনের নিয়োগ, বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের পথ খুলে দেয়। এর ফলাফল ছিল শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের ১৫ বছরব্যাপী এক অন্ধকার যুগ।
জুলাই বিপ্লব ও শেখ হাসিনার পতন:
শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অকল্পনীয় দমন-নির্যাতনের শিকার হন। কিন্তু তারা রাজপথ ছাড়েনি, যদিও তারা সরকার পরিবর্তনের কোনো বাস্তব সুযোগ তৈরি করতে পারেনি।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। ‘জুলাই বিপ্লব’ শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করে এবং ভারতের আধিপত্য চিরতরে বাংলাদেশ থেকে সরিয়ে দেয়। এই বিজয় ছিল ছাত্রদের, বিএনপি, জামায়াত, হেফাজত ইসলাম এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল।
ভবিষ্যতের করণীয়:
এখন জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিজয়কে স্থায়ী করার সময়। বিএনপি এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি এবং তারা যদি বর্তমান পরিস্থিতিতে কোনো গুরুতর ভুল করে, তবে তা শুধু তাদের জন্য নয়, পুরো জাতির জন্য বিপর্যয় বয়ে আনবে।
বিএনপিকে এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, কারণ দলে অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। দেশের জনগণই বিএনপির প্রকৃত শক্তি, কোনো বাইরের শক্তি নয়। বিএনপির টিকে থাকা সম্পূর্ণ নির্ভর করছে তাদের বর্তমান নেতৃত্বের ওপর।
ফাইল ফটো
স্থানীয় সরকারের পর এবার জাতীয় সংসদের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুধু লক্ষ্মীপুর নয়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আর কোনো নির্বাচনেই অংশ না-নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি'র হাইকমান্ড।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে-এমন নিশ্চয়তা বা পরিবেশ সৃষ্টি না-হওয়া পর্যন্ত তারা আর ভোটে অংশগ্রহণ করবে না। এ মুহূর্তে নির্বাচনে অংশ নেওয়ার চেয়ে দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করছে তারা। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন সংস্কার এবং নির্বাচনকালীন সরকারের দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তোলা।
এ লক্ষে সরকারের বাইরে থাকা সব দলকে নিয়ে গড়ে তোলা হবে বৃহত্তর জাতীয় ঐক্য। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে দলটি। বিএনপির নীতিনির্ধারণী সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত শনিবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া না-নেওয়াসহ ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত বেশিরভাগ নেতাই উপনির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত জানান।
এক নেতা বলেন, বিএনপি স্থানীয় সরকারের (পৌরসভা) সব নির্বাচনে অংশ নিয়েছে। তাই নির্বাচন বর্জন করলে সুশীল সমাজ বা বাইরের কোনো শক্তি এ নিয়ে তাদের দোষারোপ করতে পারবে না। কারণ, সারা দেশে নির্বাচনের নামে যে তামাশা হচ্ছে তা প্রমাণিত।
এখন মানুষই প্রশ্ন তুলছে-কেন আমরা নির্বাচনে যাচ্ছি। তাই এ সরকার ও ইসির অধীন আর কোনো নির্বাচনে অংশ না-নেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে বলে জানান ওই নেতা।
আন্দোলনের ইস্যু কী হবে, তা নিয়েও নেতারা অভিমত ব্যক্ত করেন। একাধিক নেতা বলেন, নির্বাচন কমিশনের আমূল সংস্কার এবং বিদ্যমান নির্বাচনকালীন সরকার ব্যবস্থার পরিবর্তনকে সামনে রেখে জনমত তৈরি করতে হবে। কারণ, বিদ্যমান সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের সংস্কার না করে নির্বাচনে অংশ নিলে ফলাফল বিগত দিনের মতোই হবে।
তাই এ দুটি বিষয় সামনে রেখেই আমাদের কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এক নেতা বলেন, এ নিয়ে আমরা অতীতেও আন্দোলন করেছি; কিন্তু দাবি আদায় না-করেই আমরা সরকারের সঙ্গে সংলাপ করে বিগত নির্বাচনে অংশ নিয়েছি। ফলাফল যা হওয়ার তাই হয়েছে।
তাই এবার আন্দোলনের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সরকার যদি আলোচনায় বসে, তাহলে আমরা কোন কোন জায়গায় ছাড় দেব। তা ছাড়া এ দাবি শুধু আমাদের একার নয়, দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সবার। সবাই চাচ্ছে, এ দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
বর্তমান সরকারের অধীন তা সম্ভব নয় বলে সবাই মনে করছে। আমাদের বাইরে থাকা দল ও সুশীল সমাজকে এ আন্দোলনের সঙ্গে একাত্ম করতে হবে। প্রয়োজনে এ ইস্যুতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, সরকার নির্বাচনি ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে।
দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যুগান্তরকে বলেন, দেশে নির্বাচনি সিস্টেমটা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। বর্তমান নির্বাচনি ব্যবস্থা পরিবর্তন না হলে শুধু বিএনপি নয়, জনগণও ভোট দিতে কেন্দ্রে যাবে না।
তাই এ মুহূর্তে নির্বাচনে অংশ নেওয়ার চেয়ে নির্বাচনি ব্যবস্থার পরিবর্তনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই।
তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে যাব না, তা কখনোই বলছি না। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয় এবং জনগণ যদি তা বিশ্বাস করে, তবে আমরা অবশ্যই নির্বাচনে যাব। সেটা যদি আজ হয়, তাহলে আজই আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা দেব। কারণ, জনগণের প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা রয়েছে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে বলেন, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। এটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।
কারণ, এদেশে নির্বাচন বলতে কিছু নেই। সরকারি দল নির্বাচনকে টেন্ডারের মতো বানিয়ে ফেলছে। কেউ নৌকার টেন্ডার পেলেই তিনি নির্বাচিত। গত ১০ বছরে স্থানীয় সরকারের প্রায় সব নির্বাচনে অংশ নেয় বিএনপি। সম্প্রতি শেষ হওয়া পৌরসভা নির্বাচনেও অংশ নিয়েছে।
কিন্তু আসন্ন ইউনিয়ন পরিষদ ও বাকি পৌর ও উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনসহ বাকি ভোটও বর্জনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। সংগ্রহীত: যুগান্তর