a
ফাইল ছবি : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এত দিন মিথ্যাচার করেছে, রিজার্ভে এত টাকা আছে, এত ডলার জমা আছে যে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু এখন রিজার্ভ কমে যাওয়ায় আইএমএফ থেকে কঠিন শর্তে সরকার ঋণ নিচ্ছে—যার ফলেই জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি।
শনিবার (৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, এতদিন সরকার মিথ্যাচার করেছে। এখন রিজার্ভ কমে যাওয়ার কারণে সরকার আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কাছ থেকে ডলার ঋণ নিচ্ছে।
আইএমএফের ঋণের শর্ত খুব শক্ত। তারা বলেছে যেসব পণ্যে ভর্তুকি দিচ্ছ, সেসব বন্ধ করো। সেজন্য জ্বালানির দাম বাড়ানো হয়েছে। গতকাল বিপু সাহেব বললেন জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হতে পারে, যা সহনীয় পর্যায়ে থাকবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই এর দাম দেড়গুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন, বার বার বিদ্যুৎ, গ্যাস, তেলের দাম বাড়ানো হচ্ছে। তারমধ্যে আজ সকালে দেখলাম কাঁচা মরিচের দাম তিনশ টাকা। মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
মির্জা ফখরুল বলেন, এই সরকার যে শুধু বিএনপির ওপরে আক্রমণ করেছে তা নয়, এই সরকার তার বেআইনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে দুর্নীতি শুরু করেছে, যে আকাশ ছোঁয়া দুর্নীতির মধ্যে দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে তার আরেকটি প্রমাণ হচ্ছে শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম ৫০ ভাগেরও বেশি বাড়িয়ে দিয়েছে। যে ডিজেলের দাম ছিল ৮০ টাকা, তার দাম করেছে ১১৪টাকা। অকটেনের দাম ছিল ৮৮টাকা তার দাম করেছে ১৩৫টাকা। ফলে আজ (৬ আগস্ট) রাস্তায় যানবাহন কমে গেছে। এটার ভয়ঙ্কর প্রভাব পড়বে সারা দেশের অর্থনীতির ওপরে। দেশের সব মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ভাড়া, চাল, ডাল তেলের দাম আবার দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে। মাঝখান থেকে আমাদের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খান, তারা ক্ষতিগ্রস্ত হবেন। সূত্র: ইত্তেফাক
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক: ইতিহাসের মোড়ঘোরানো মুহূর্তসমূহ একটি জাতির রূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তা নির্ভর করে সংশ্লিষ্ট এলাকা বা দেশের জনগণের আকাঙ্ক্ষার উপর।দক্ষিণ এশিয়ার জনগণ ইতিহাসের এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ, দ্বাদশ শতকের শেষ দিকে মুসলমানদের বিজয়ী হিসেবে আগমন এবং পরবর্তীকালে শাসক হিসেবে এই ভূখণ্ডে বসবাস শুরু, যা চলতে থাকে ১৭৫৭ সালে পলাশীর তথাকথিত যুদ্ধে ব্রিটিশদের দ্বারা বাংলা দখল পর্যন্ত। এই ১৭৫৭ সালকে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ইতিহাসে একটি মোড়ঘোরানো বছর হিসেবে বিবেচনা করা হয়।
ব্রিটিশ শাসনামলে মুসলমানরা তাদের ক্ষমতা হারায় এবং সবচেয়ে বেশি ভুক্তভোগীতে পরিণত হয়।১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রতিক্রিয়ায় তারা চরম নিপীড়নের শিকার হয়, যদিও হিন্দুরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। এই ১৮৫৭ সালও ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হলে মুসলমানদের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করা হয়নি। কিন্তু বিশ শতকের শুরুতে পরিস্থিতির পরিবর্তন ঘটে, যখন ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়। এই ১৯০৬ সালকেও ভারতের মুসলমানদের ইতিহাসে একটি মোড়ঘোরানো বছর হিসেবে দেখা হয়। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ ভারতের মুসলমানদের রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হন।
১৯১৩ সালে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহকে নেতা হিসেবে পেয়ে সৌভাগ্য অর্জন করে, যদিও ১৯১৫ সালের জানুয়ারিতে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত হন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বহু গ্র্যাজুয়েট মুসলিম লীগে যোগ দিয়ে জিন্নাহর হাত শক্তিশালী করেন। অল্প সময়েই জিন্নাহ ভারতের মুসলমানদের সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত হন। এক সময় তিনি হিন্দু-মুসলিম ঐক্যের অগ্রদূত হিসেবে পরিচিতি লাভ করেন, কিন্তু কংগ্রেস নেতাদের মনোভাব তাকে বুঝতে বাধ্য করে যে, হিন্দু মহাসভার অধীনে ভারতের মুসলমানদের অধিকার নিরাপদ নয়। ১৯২৩ সালের শুরুতে মোহাম্মদ আলী জিন্নাহ তাঁর বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন এবং বলেন, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও দৈনন্দিন জীবনে মুসলমানরা হিন্দুদের থেকে আলাদা। এই তত্ত্ব ভারতের মুসলিম জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
১৯৩৭ সালের নির্বাচনের পর কংগ্রেস নেতৃত্বাধীন প্রথম ভারতীয় সরকার গঠিত হয়, যা জিন্নাহকে স্পষ্ট করে দেয় যে, মুসলমানদের জন্য পৃথক মাতৃভূমির কথা ভাবা ছাড়া উপায় নেই। ফলে ১৯৪০ সালে শেরে বাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন, যেখানে মুসলিম রাষ্ট্রের দাবি তোলা হয়। এটিও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়।
পাকিস্তানের জন্মকে ভারতীয় মুসলমানদের প্রায় দুই শত বছরের সংগ্রামের ফলাফল হিসেবে দেখা হয় এবং ১৯৪৭ সালকে দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাসে একটি মোড়ঘোরানো বছর হিসেবে ধরা হয়। কিন্তু পাকিস্তান শুরুর থেকেই অভ্যন্তরীণ ও বহিঃশত্রুতার ষড়যন্ত্রের শিকার হয়। ভারত প্রথম থেকেই পাকিস্তানের বিরোধী হয়ে ওঠে এবং তা ভাঙার জন্য বদ্ধপরিকর ছিল।
ইয়াহিয়া খানের সামরিক সরকার পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষের ওপর সেনা অভিযান চালিয়ে ভারতের জন্য এক ‘সুবর্ণ সুযোগ’ তৈরি করে এবং ভারত এই সুযোগকে পুরোপুরি কাজে লাগায়, যার জন্য তারা বহুদিন অপেক্ষায় ছিল। বাংলাদেশের জন্ম ঘটে ভারতের সামরিক সহায়তা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে। আওয়ামী লীগের নেতারা নিজেদের স্বার্থে ভারতের সাথে একটি সাত দফা চুক্তিতে স্বাক্ষর করেন, যা বাংলাদেশের জন্মকে ত্বরান্বিত করে কিন্তু তাকে চিরস্থায়ী দাসত্বের দিকে ঠেলে দেয়। এভাবেই ১৯৭১ সাল বাংলাদেশের ইতিহাসে আরেকটি মোড়ঘোরানো বছর হয়ে ওঠে।
জনগণ দ্রুতই বুঝে যায় যে তারা নিজেদের নেতাদের এবং ভারতের আধিপত্যবাদী রাজনীতির দ্বারা প্রতারিত হয়েছে। যে নেতা গণতন্ত্রের জন্য লড়েছিলেন, তিনিই নিজের হাতে তা ধ্বংস করেন এবং এর জন্য চরম মূল্যও দেন। ভারতের আধিপত্যবাদী রাজনীতির গতি স্তব্ধ হয় ১৯৭৫ সালের আগস্টে শেখ মুজিবের পতনের মাধ্যমে। এটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়।
নভেম্বর ১৯৭৫-এ সিপাহী-জনতার নেতৃত্বে একটি বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের উত্থান ঘটে, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জিয়াউর রহমানের আনা পরিবর্তনে সন্তুষ্ট হন। কিন্তু তার মর্মান্তিক মৃত্যু আবারো ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ এনে দেয়।
১৯৯০ সালের ডিসেম্বর মাসে এরশাদের পতন রোধ করা যায়নি এবং খালেদা জিয়ার ক্ষমতায় আরোহন ঘটে। এসময় ভারত সাময়িকভাবে ব্যাহত হলেও ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনার প্রথম সরকারে আবারও সাফল্য পায়।
মঈনউদ্দিন-ফখরুদ্দিন নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আমেরিকার সহযোগিতায় ভারতকে আবারো বাংলাদেশে প্রকাশ্য রাজনৈতিক খেলা খেলার সুযোগ দেয়। আমরা বাঙালি মুসলমানরা পুনরায় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতের রাজনৈতিক-সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হই। ভারত বাংলাদেশকে নিজের উপনিবেশ মনে করতে শুরু করে।
কয়েক শত প্রাণের ত্যাগ ও কয়েক হাজার মানুষের অজানা দুঃখ-কষ্ট জুলাই বিপ্লব ২০২৪-এর মাধ্যমে একটি ঐতিহাসিক পরিবর্তন এনে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের এই পরিবর্তনের সুযোগ দিয়েছেন, এবং তা পুরোপুরি নির্ভর করছে আমাদের আন্তরিকতার উপর। আমরা যদি এই ট্রেন মিস করি, তবে তা চিরতরে হারিয়ে যাবে। জুলাই বিপ্লব ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি মোড়ঘোরানো মুহূর্ত হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে।
জনগণ, রাজনৈতিক দল এবং সরকারকে এটি উপলব্ধি করতে হবে এবং জুলাই বিপ্লবকে জাতির সর্বশেষ রাজনৈতিক মোড়ঘোরানো ঘটনা হিসেবে বিবেচনা করতে হবে। জাতিকে দলীয় ও ব্যক্তিস্বার্থ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের উদ্যোগকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সহযোগিতা করতে হবে।
ছবি: সংগৃহীত
cÖ”Q` iPbv
iæ`ªZß ˆekv‡L bv‡P gb
W. knx`yjøvn Avbmvix
Ô†n ˆfie, †n iæ`ª ˆekvL,
a~jvq a~mi iæ¶ DÇxb wc½j RUvRvj,
Zct wK¬ó Zß Zby, gy‡L Zzwj welvb fqvj
Kv‡i `vI WvKÑ
†n ˆfie, †n iæ`ª ˆekvL|Õ
evsjv‡`‡ki Agi I RvZxq Kwe KvRx bRiæj Bmjvg Gfv‡eB ˆekv‡Li eY©bv w`‡q‡Qb| FZzi½gqx GB iƒcmx evsjvi FZzbvqK MÖx®§| µ× `yÕ‡Pv‡L cÖLi ewýR¡vjv wb‡q iæ`ª Avwef©ve G gnvZvc‡mi| ÔcÖLi ZcYZv‡cÕ RxebavÎx awiÎxi e¶we`xY© n‡q hvq, †PŠwPi n‡q hvq Z…òvZ© cÖvšÍi| †h‡bv giæ imbvq awiÎxi cÖvY-im †kvwlZ n‡q Kw¤úZ wkLvq DV‡Z _v‡K gnvk~‡b¨| G `vnb ¶‡Y ¯Íä n‡q hvq me c¶x-KvKjx| †Kv_vI cÖvY PÂjZv †bB| †bB k¨vgjZvi Avfvm| me©ÎB cwi`„ó nq a~mi giæf‚wgi a~ a~ we¯Ívi| mgMÖ Rxe RM‡Z †b‡g Av‡m GK cÖvYnxb imnxb, cvÛzi weeY©Zv| ZviB g‡a¨ GKw`b Ôa~jvq a~mi iæ¶ DÇxb wc½j RUvRjÕ wb‡q ÔZctwK¬ó, Zß Zby fxlY fqvjÕ MÖx®§ †hb Aciv‡ý D`vË¡ K‡É WvK †`q Kvj ˆekvLx‡K| Av‡m ˆekvL| iæ`ª Zß ˆekv‡L †b‡P I‡V K¬všÍ ü`q-gb| iex›`ªbv‡_i AvKzj K‡Éi m‡½ evsjvi Avevj-e„×-ewYZv ¯^Ztù‚Z© Av‡e‡M ¯^vMZ Rvbvq ˆekvL‡K| AmsL¨ K‡É aŸwbZ nq †mB Av‡eMvcøyZ myiÑ
ÔG‡mv †n ˆekvL,
G‡mv G‡mv Zvcm wbtk¦vm ev‡q
gyg~l©y‡i `vI Dov‡q
eQ‡ii AveR©bv `~i n‡q hvK|Õ
Ggwb K‡iB ZvwcZRxeb †_‡K gyw³i cÖZ¨vkvq PvZ‡Ki g‡Zv Aaxi n‡q I‡V gvbyl-cÖvYxKzj| Kv‡jv †g‡Ni Avkvq me RivRxY© `~i Kivi Rb¨ e¨vKzj cÖK…wZ| FZzivR em‡šÍi we¯§q N‡U| cÖej cÖZv‡c nvwRi nq ˆekvL beel© iƒ‡c| Gw`‡bi ïf¶‡Yi Avb‡›` I we¯§‡q Avgv‡`i ü`q c~Y© n‡q I‡V| †b‡P I‡V gb wecyj mgv‡iv‡n| Avgiv beel©‡K ï‡f”Qv RvbvB| Tennyson Gi fvlvqÑ
‘Ring out the old, ring in the new,
Ring, happy bells, across the Snow;
The year is going, let him go;
Ring out the false, ring in the true.’
G w`bwU h_vwbq‡gB D`q w`M‡šÍ †f‡m I‡V| c„w_ex D™¢vwmZ nq Av‡jvK cøve‡b| Avb›` ¸Äi‡Y Pvwiw`K gyLwiZ nq| bZzb‡K Avgiv mvb‡›` eiY Kwi| cyivZb eQ‡ii `yL, Møvwb, e¨_©Zv I nZvkv‡K wemR©b w`B| b‡evw`Z m~h©v‡jv‡Ki †gvnbxq SY©v avivq Avgiv ï寜vZ n‡q Abyfe Kwi cig †cÖgvZ¥vi Avb›` ¯úk©| G cigjMœ wn›`y-gymjgvb Df‡qi Rb¨ Ab¨Zg †kÖôZg Drm‡ei w`b| GKvšÍB evsjvi gvwU I gvby‡li cig Drme|
bee‡l©i Drmvbyôvb
wewfbœ Drme Avi Abyôv‡bi ga¨ w`‡qB bee‡l©i w`bwU Avb›` avivq gyLi n‡q I‡V| evsjv beel©‡K DcRxe¨ K‡i †h me Abyôvb Avgv‡`i Rxe‡bi m‡½ Rwo‡q Av‡Q †m¸‡jvi g‡a¨ Ab¨Zg n‡”Q : (1) evwl©K †gjv (2) nvjLvZv I (3) cyb¨vnÑ
(1) evwl©K †gjv/ˆekvLx †gjv
bee‡l© evwl©K bv ˆekvLx †gjv GKUv mve©Rwbb Abyôvb| cqjv ˆekvL| GgbwK mvivgvm e¨vcx bvbv ¯’v‡b bvbv AvKv‡ii †gjvi Av‡qvRb K‡i _v‡Kb ¯’vbxq RbMY| Gme †gjvq dj, Lvevi, †Ljbv, Kviæwkí cY¨ BZ¨vw` †Kbv‡ePv n‡q _v‡K| Mvb-evRbv, Ave„wË I bvMi‡`vjvmn bvbv cÖKvi wPËwe‡bv`bg~jK †Ljva~jvi Av‡qvRb Kiv nq †gjvq|
(2) nvjLvZv
bee‡l©i Av‡iKUv mve©Rwbb Abyôv‡bi bvg nvjLvZv| Avgv‡`i †`‡ki me †kÖwYi, me a‡g©i e¨emvqxiv G Abyôvb K‡i _v‡Kb| cqjv ˆekv‡L Zviv †`vKvb-cvU ay‡q gy‡Q cwi®‹vi cwi”Qbœ K‡i, jZv-cvZv, KvMR †K‡U, dzj I cZvKv w`‡q †`vKvb mvRvq| Gw`b †ePv‡Kbvi †P‡q eis Avjvc Av‡jvPbv I Kzkj wewbgqB nq †ewk| e¨emvqxiv bZzb LvZv ev ÔnvjLvZvÕ †Lv‡j Ges eQ‡ii e¨v‡jÝ cvKvcvwK wj‡L iv‡L| KvR Kviev‡ii †jb‡`b, evwK e‡Kqv mewKQz wjwce× _v‡K GLv‡b| Avb›` I Djøvm wb‡q Av‡m MÖvnK, c„ô‡cvlK I ïfv_©xiv| Zv‡`i Avc¨vq‡bi e¨e¯’v _v‡K| G mgq ewntcÖKvk N‡U mvgvwRKZv, †jŠwKKZv, m¤úÖxwZ I †mŠRb¨Zvi |
(3) cyY¨vn
bee‡l©i Ab¨Zg G cyY¨vn Abyôvb Aaybv wejyß cÖvq| wKQzw`b Av‡MI mgMÖ evsjvq Rwg`vi ev ZvjyK`viMY KvQvix‡Z evsjv bee‡l© ÔcyY¨vnÕ Abyôvb Ki‡Zb| cÖRviv bZzb Rvgv Kvco c‡i Rwg`vi ev ZvjyK`vi evwoi KvQvix‡Z G‡m we`vqx eQ‡ii e‡Kqv ev bZzb eQ‡ii AvswkK LvRbv cwi‡kva KiZ| ZLb cÖRv‡`i A‡bK mgq LvIqv-`vIqv I cvb-mycvix †`qv nZ| G mgq Rwg`vi I cÖRv‡`i g‡a¨ fve wewbg‡qi gva¨‡g †mŠnv`¨©c~Y© cwi‡ek m„wó nZ| evsjvi we‡kl we‡kl A‡j GL‡bv G Abyôvb cÖPwjZ i‡q‡Q|
G meB mycÖvPxb HwZ‡n¨i aviK I evnK wKQz e¨w³I Gme Abyôvb wPiKvj a‡i Awe‡”Q`¨fv‡e Rwo‡q Av‡Q| hvi †Kv‡bvwU a‡g©i, †Kv‡bvwU g‡bi, Avevi †Kv‡bvwU Dfq i‡O iwOb| cÖvPxbKvj †_‡K bvbvfv‡e cvj‡bi ixwZ cÖPwjZ n‡q Avm‡Q e‡jB beel© GLb GK we‡kl HwZ‡n¨ cwiYZ n‡q‡Q| cÖL¨vZ fvlvwe` W. Gbvgyj nK e‡jb, Ôcqjv ˆekv‡L evsjvi Rb‡Mvôx AZx‡Zi myL-`ytL fz‡j wM‡q bZz‡bi AvnŸv‡b mvov w`‡q I‡V| Zviv Rv‡b G bZzb Awbwð‡Zi mywbwðZ m¤¢vebvq cwic~Y©| ZvB gb mvov †`q, PÂj nq, bZzb‡K MÖnY Kivi cÖ¯‘wZ †bq|Õ
ˆP‡Îi wejyw߇Z wZwgi ivwÎ †f` K‡i bZzb w`‡bi †R¨vwZ©gq m~h© hLb DuwK †`q c~e© w`M‡šÍ, ZLbB cÖvK…wZK wbm‡M© aŸwbZ nq be Rxe‡bi b„Z¨m½xZ| mgMÖ evsjvq e‡q hvq Avb›`‡gjv| gb hLb †b‡P I‡V, evsjvi RvwZ ag© wbwe©‡k‡l mevB GKm‡½ †g‡Z I‡V Djøv‡m| N‡i N‡i bZz‡bi †Quvqv, bev‡bœi Av‡qvRb| SMovSvwU `ye¨©envi eR©b K‡i gvbyl KvUvq my›`i I my‡gv¾j GKUv w`b| bee‡l©i wba©vwiZ Drmevbyôvb QvovI P‡j Av‡iv bvbv Av‡qvRb| Avb›`‡K Av‡iv Nwbf‚Z Kivi Rb¨ I Dc‡fvM¨ Kivi Rb¨ Av‡qvwRZ nq †bŠKv evBP, MÖv‡gi me‡P‡q eo eUe„‡¶i Zjvq Mv‡bi Avmi, †Kv_vI †Nvo‡`Šo, †gviM jovB wKsev Kzw¯Í cÖwZ‡hvwMZv| G w`‡b PvKgv, Lvwmqv, gyis DcRvwZivI K‡i _v‡K bvbv Abyôvb |
cqjv ˆekv‡Li HwZn¨ GLb Qwo‡q c‡o‡Q ivRavbx kn‡i| GLv‡b evsjvi mycÖvPxb HwZ‡n¨i K_v ¯§iY K‡i mKv‡j igbvi eUg~‡j Abyôvb ïiæi Av‡MB †mŠwLbZv ekZ †fvRb ce© mv‡ib A‡b‡K| Bwjk fvRv, gwiP †cqvR w`‡q cvšÍvfvZ †L‡q cÖvPxb HwZn¨‡K Dc‡fvM K‡ib Zviv| Zvici igbv eUg~‡j e‡m Mvb Avi KweZvi Avmi| evDj msMx‡Z gyLwiZ nq evsjvi cÖK…wZ| hw`I cÖvK…wZK fqvj _vev ˆekvLx So, NywY© wKsev wb‡`©vl gvbyl †evgvZs‡K w`b KvUvq| ZeyI K‡gbv Avb›` eb¨vi †Rvqvi| Ggwb K‡iB cÖwZeQi Avwef©~Z nq cqjv ˆekvL| evsjv bee‡l©i cÖ_g w`b| iæ`ª Zß `» gb †h‡bv evwi el©‡Y wm³ n‡Z Pvq| mviv eQ‡ii ¸wb RivRxY©Zv, AveR©bv Dc‡o †d‡j bZzb w`‡bi ¯^cœ †`‡L iæ`ª `» gvbyl| Nvgwm³ kix‡i e„wó wm³ nevi AvKzj cÖv_©bvq MÖvg-M‡Äi gvbyl †M‡q I‡VÑ
ÔAvjøvn †gN †` cvwb †`
Qvqv †`-†i ZzB
Avjøvn †gN †`...|Õ
Mfxi Avkv Avi cÖZ¨vkvi c_ †e‡q †h‡bv `ªæZj‡q †b‡P †b‡P P‡j Av‡m kxZj e„wó S‡oi Kuv‡a mIqvi n‡q| †m Rb¨B Avcvgi Rb-gvbyl ¯^‡cœ we‡fvi n‡q bZzb K‡i kc_ †bq| me Acms¯‹…wZ we`yi‡bi gva¨‡g †`kxq K…wóKvjPv‡i AvcøyZ nq| iæ`ª Zß ˆekv‡L †b‡P I‡V gvby‡li K¬všÍ gb|
†jLK : Aa¨vcK, AvBbRxwe, wnmveweÁvbx, mvsevw`K, me¨mvPx †jLK I msMVK