a গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১, শনাক্ত ৬০৬ এবং সুস্থ ১০৩৭
ঢাকা রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল, ২০২৫
https://www.msprotidin.com website logo

গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১, শনাক্ত ৬০৬ এবং সুস্থ ১০৩৭


মুক্তসংবাদ প্রতিদিন:
রবিবার, ০৭ মার্চ, ২০২১, ০৬:০০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৬২ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩ হাজার ৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

নবীগঞ্জ উপজেলা কালিয়ারভাঁঙ্গা ইউনিয়েনে হাকাম খাল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার


মুজিবর, রিপোর্টার, হবিগঞ্জ, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩, ০৮:৪৯
নবীগঞ্জ উপজেলা কালিয়ারভাঁঙ্গা ইউনিয়েনে হাকাম খাল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার

সংগৃহীত ছবিঃ মৃত আব্দুল আউয়াল (৩০)

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নে হাকাম খাল থেকে ভাসমান অবস্থায় আব্দুল আউয়াল (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। 

বুধবার (১মার্চ) সকালে হাকাম খালের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে জানালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। আব্দুল আউয়াল কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের টুকচানপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাননি। আব্দুল আউয়াল নিখোঁজের পরদিন বুধবার সকালে হাকাম খালে স্থানীয়রা ভাসমান অবস্থা দেখতে পান। নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। 

আব্দুল আউয়ালের ভাই আবুল কালাম জানায়, আমার ভাই আউয়াল মৃগী রুগী ও মানসিক ভারসাম্যহীন ছিল। সে নেশাগ্রস্ত করত। সে প্রায় সময় বাড়ির বাহিরে রাত্রি যাপন করে এবং এলোপাতাড়ি ঘুরাঘুরি করত। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

লাল সবুজের বাংলাদেশে- ফকির আজাদ


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ০৬ মে, ২০২১, ১১:৫৪
লাল সবুজের বাংলাদেশে

সংগৃহীত ছবি

"লাল সবুজের বাংলাদেশে"

আকাশ তলে       সাগর জলে 
    পানকৌড়িরা গল্প করে, 
টিনের চালে         গাছের ডালে
     ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে।
নূপুর পায়ে             ডিঙ্গি নায়ে
    বউ চলছে বাপের বাড়ি, 
বরের সাথে            কালকে রাতে
   সে দিয়েছে ভীষণ আড়ি।
সবুজ বনে             রাঙ্গা কনে
         কদম ফুলের মেয়ে,
কে গো তুমি            গগন চুমি
      আসছো এমন ধেয়ে।
মেঘের রাজা          বাদ্যি বাজা
         কদম ফুলের বিয়ে,
দোয়েল পাখি         মেলরে আঁখি
        নাচবে এবার টিয়ে।
রাখাল ছেলে          কাউকে পেলে
          গল্প করে মিষ্টি হেসে,
পথের ধারে              হৃদয় কাড়ে
       লাল সবুজের বাংলাদেশে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

সর্বশেষ - সারাদেশ