a
ফাইল ছবি
অনেক দিন ধরে সিনেমা প্রদর্শনী বন্ধ থাকার পর এবার ২০টি হল খুলে দিয়ে মুক্তি দেওয়া হলো 'টুঙ্গিপাড়ার মিয়াভাই' ছবিটি। বন্ধ হলগুলো ছাড়াও চালু আরও ৪০-৪৫টি হলে ছবিটি আজ মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রযোজক সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে 'টুঙ্গিপাড়ার মিয়াভাই' ছবিটি সারাদেশে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে। এ নিয়ে হল মালিকদের কাছ থেকেও সাড়া পাওয়া গেছে বলে জানা গেছে।
সেলিম খান আরও বলেন, অনেকেই চাচ্ছেন বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত এই ছবি সব শ্রেণির দর্শককে দেখার সুযোগ করে দিতে। সেজন্য চালু হলগুলো ছাড়াও বন্ধ ২০টি হল নতুন করে খুলছে এই ছবির মুক্তি উপলক্ষে। আশা করছি ছবিটি অনেকের মনে দাগ কাটবে।
'টুঙ্গিপাড়ার মিয়াভাই' ছবির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি। এতে তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে শান্ত খান এবং বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি।
ফাইল ছবি
অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাল্টা ভোট ময়দানে এবার জয়া বচ্চন। জানা জায়, তৃণমূলের হয়ে প্রচার করবেন 'বাংলার মেয়ে' জয়া বচ্চন। পশ্চিমবাংলা রাজ্য সরকার জানিয়েছে, শিগগিরই তৃণমূলের ভোট প্রচারে আসছেন অমিতাভ ব্চ্চন ও জয়া বচ্চন। ভারতীয় গণমাধ্যম বলছে, ৫ এপ্রিল থেকে চারদিন তৃণমূলের হয়ে মমতা ব্যানার্জির পক্ষে প্রচার চালাবেন তারা।
বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী। তার এই পদক্ষেপে রীতিমতো আলোড়ন তৈরি হয় পশ্চিমবঙ্গ রাজ্য রাজনৈতিক মহলে। সে বর্তমানে বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন পশ্চিমবঙ্গে।
এবার মিঠুন চক্রবর্তীকে পাল্টা জবাব দিতে বাংলার কন্যা তথা অমিতাভ গৃহিণী জয়া প্রচারে ময়দানে নামিয়েছেন তৃণমুল।
ছবি সংগৃহীত
জুলকার নাইন সায়ের ভাই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সুব্রত বাইনকে নিয়ে একটি বিস্তারিত পোস্ট দেন।
সেই পোস্টে যা যা লেখা ছিল, আজ দেশের প্রায় সব গণমাধ্যমে হুবহু সেই একই তথ্যই উঠে এসেছে। প্রশ্ন হলো—তাকে এখন এতদিন পর ধরা হলো কেন? এতদিনে তো সে তার অপারেশন সম্পূর্ণ করে ফেলতে পারতো!
বিদেশে বসে একজন সাংবাদিক তিন মাস আগে যে তথ্য প্রকাশ করেছিলেন, দেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সেই তথ্যের সত্যতা খুঁজে পেল তিন মাস পর!
জনাব তারেক রহমানকে শেষ করার দায়িত্ব ছিল সুব্রত বাইনের উপর—এমনটাই শোনা যায়। বলা হয়, আর্মি ও পুলিশ মিলে তাকে বিশেষভাবে ট্রেনিংও দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আর কে কে সেই ট্রেনিং পেয়েছিলেন? এই প্রশ্ন কি কেউ করবে? আর্মি ও পুলিশের কাজ কি এটাই ছিল?
সূত্র: প্রিসিলা, নিউইয়র্ক